ফদপু?রের সালথায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার সকালে উপ?জেলা হল রু?মে এ সভায় প্রধান অতিথি ছিলেন মৎস?্য অদপ্ত?রের উপ-পজিল্লুর রহমান। এ সময় জিল্লুর রহমান বলেন, দেমাছ মানু?ষের দে?হের প্রচুর পষ্ট যোগায়। দেশীয় মাছ সংরক্ষণে আমা?দের সক?লের সম্মিলিতভাবে কাজ কর?তে হ?বে। দেশে বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। এ মাছ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশীয় মাছ সংরক্ষণে লাইভ জিন ব্যাংক করা হয়েছে। দেশের কোন প্রান্তে দেশীয় মাছের সংকট দেখা দিলে জিন ব্যাংক থেকে মাছের পোনা এনে সংকটাপন্ন এলাকায় অবমুক্ত করা হবে। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছ আকতা?রের সভাপতিত্বে আরো উপস্তিত ছি?লেন সালথা উপ?জেলা প?দের চেয়ারম?্যান ওয়াদুদ মাতুব্বর, জেলার মৎস?্য কর্মকর্তা মো: মুল ইসলাম, গোপালগঞ্জ জেলার দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প পএস এম আশিকুর রহমান। উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়ের সঞ্চালনায় এসময় উপ?জেলা মভাইস চেয়ারম?্যান রুপা বেগম, সালথা প্রেসক্লা?বের সাধারন সম্পাদক আরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় সাংবাদিক ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।