শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

হারাগাছে মেয়র গোল্ডকাপ আন্তঃবিভাগীয় ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি

আয়নাল হক ষ্টাফ রিপোর্টার রংপুর :
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল”-এই প্রবাদবাক্য কে সামনে রেখে হারাগাছ হাই স্কুল মাঠে ১১/০৩/২২০২ইং তারিখ, রোজঃ শুক্রবার, বিকাল ৫.০০ঘটিকায় অনুষ্ঠিত হল “হারাগাছ মেয়র গোল্ডকাপ আন্তঃবিভাগীয় ভলিবল টুর্ণামেন্টে-২০২২ এর ফাইনাল খেলাটি। খেলায় মেয়র এরশাদুল হক এরশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা রংপুর জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, রংপুর ও পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান, কাউনিয়া উপজেলা পরিষদ, শাহজালাল আহমেদ এবং হারাগাছ পৌরসভার ৯টি ওয়ার্ডেল কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর বৃন্দ, মোঃ তাজুল ইসলাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় ৮টি দল অংশগ্রহনের মধ্য দিয়ে দুটি দল ফাইনালে যেতে সক্ষম হয়। ফাইনাল খেলায় অংশগ্রহন করেন হারাগাছ পৌরসভা ভলিবল টুর্নামেন্ট ও দিনাজপুর ভলিবল টুর্নামেন্ট। উভয়পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দিনাজপুর ভলিবল টুর্নামেন্টকে ৩-০ সেটে পরাজিত করে হারাগাছ পৌরসভা ভলিবল টুর্নামেন্ট। খেলা শেষে অতিথি বৃন্দ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোঃ নাজমুল ইসলাম। মেয়র বলেন, হারাগাছে সংস্কৃতি অঙ্গনে যেন এক মরীচিকা ধরে গেছে। এই সংস্কৃতি অঙ্গনকে ফিরিয়ে আনতে হারাগাছের যুবসমাজকে এক সঙ্গে কাজ করতে হবে। তবেই হারাগাছ শিল্প, সংস্কৃতি ও সাহিত্য অঙ্গনে উন্নতি লাভ করতে পারবে। হারাগাছের যুব সমাজের উদ্দেশ্যে বলব, মাদককে না বলে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে মনোনিবেশ করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com