কুমিল্লার দেবিদ্বার উপজেলার মহামারি করোনভাইরাসে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম ও তার স্বামীসহ নতুন করে আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেবিদ্বার উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৯ জনে দাঁড়াল। এ পর্যন্ত মারা গেছেন ১০ জন এবং সুস্থ হয়েছেন ২৫ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর।
তিনি বলেন, বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম ও তার স্বামী, দেবিদ্বার চেয়ারম্যান বাড়িসংলগ্ন মাস্টার হাউসের ৩ জন, বানিয়াপাড়ায় ১ জন, দেবিদ্বার মাদ্রাসাপাড়ায় ১ জন, কাজীবাড়িতে ১ জন, ভিংলাবাড়ি ১ জন, ইউসুফপুর ১ জন এবং রাঁধানগর গ্রামে ১ জন।
এমআর/প্রিন্স