নরসিংদীর মনোহরদীতে পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিন্ম আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম জানান, মনোহরদী পৌরসভার ২টি স্থানে আগামী কাল প্রথমধাপের প্রথম দিনে ১ হাজার ৪২২ টি উপকারভোগী পরিবারের মাঝে ৫৫টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি ডাল ও ১১০টাকা দরে ২ কেজি সয়াবিন তৈল বিক্রয় করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ট্যাগ কর্মকর্তাগণ কার্যক্রমটি মনিটরিং করবেন। রমজান মাস শুরুর আগে ও রমজান মাস চলাকালীন মোট দুই ধাপে উপজেলায় ৯হাজার ৭০৯ টি উপকারভোগী পরিবারের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয় করা হবে। সংবাদ সম্মেলনে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, টিসিবির পণ্য বিক্রয়কারী ডিলারগণ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকগণ পবিত্র রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং বৃদ্ধির আহবান জানান।