কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। ২০ মার্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরীর উপস্থিতিতে অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের সর্বসম্মত সরাসরি ভোটে পারভেজ হেসেন সরকার সভাপতি নির্বাচিত হলেন। এ সময় উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, অভিভাবক সদস্য মো.আরিফুর রহমান, মো. তোফায়েল আহমদ শিকদার, মো.বাবুল ভূঁইয়া, মো. মনির হোসেন মাষ্টার, শিক্ষক প্রতিনিধি মো. মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ শাহজামান শুভ এবং রোকেয়া আক্তার। অভিভাবক সদস্য তোফায়েল শিকদার পারভেজ হোসেন সরকারের নাম প্রস্তাব করলে অভিভাবক সদস্য আরিফুর রহমানসহ সকলে সমর্থন করলে শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী পারভেজ হোসেন সরকারকে নির্বাচিত ঘোষনা করেন। উল্লেখ্য ১৯৭৬ সালে কুমিল্লা জেলার বৃহত্তর দাউদকান্দির কৃতী সন্তান দানবীর ও শিক্ষানুরাগী বেলায়েত হোসেন সরকার ৩ একর ১৭ শতাংশ ভূমির উপরে মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। স্কুলটি প্রতিষ্ঠার মাধ্যমে তিতাস এবং হোমনা উপজেলার লাখ লাখ শিক্ষার্থীর জীবনে জ্বলেছে শিক্ষার আলো, অত্র এলাকায় নারী শিক্ষায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন, বেড়েছে শিক্ষার হার। বর্তমানে স্কুলটিতে ১৯ জন শিক্ষকের তত্বাবধানে ১৪০৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।