মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন সাটুরিয়ায় বিএনপির নেতাদের সংবাদ সম্মেলন ভাঙ্গুড়া পৌরসভায় নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণের অভিযোগ সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে: সারজিস

ডোমারে সড়ক দুর্ঘটনার শিকার দুই কিশোরকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

আশরাফুল হক কাজল চিলাহাটি (নীলফামারী) :
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

নীলফামারী ডোমারে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে মোটরসাইকল চালক ও আরোহি কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ডোমার ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইয়েদ ইমরান। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (১৯মার্চ) দুপুরে চিলাহাটি থেকে ডোমার আসার পথে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা বসুনিয়া পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মোর্শেদ আলম(১৭) একই এলাকার নুরননবীর ছেলে শাকিব ইসলাম(১৬) মোটরসাইকেলে দ্রুত গতিতে আসার পথে কলেজপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। পথচারী সংবাদ দিলে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ সাইয়েদ ইমরান ও লিডার জয়নুল আবেদীনের নেতৃত্বে ফায়ার ফাইটার হাচান আলী, আলমাছ হোসেন, নুরনবী, বকুল চন্দ্র রায়সহ ঘটনা স্থলে এসে আহত দুই কিশোরকে উদ্ধার করে দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার সু-ব্যবস্থা করেন। পরে লিডার জয়নুল আবেদীন আহত রোগীদের পরিবারের লোকদের সংবাদ দিলে তারা হাসপাতালে যায়। কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তদের সহায়তায় আহত দুই কিশোরকে রংপুরে পৌছে দেয়া হয়। এ বিষয়ে আহত মোর্শেদ আলমের পিতা রফিকুল ইসলাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বর্তমানে দুই কিশোর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ আছেন বলে আহত শাকিব ইসলাম এর পিতা নুরননবীর জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com