নীলফামারী ডোমারে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে মোটরসাইকল চালক ও আরোহি কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ডোমার ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইয়েদ ইমরান। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (১৯মার্চ) দুপুরে চিলাহাটি থেকে ডোমার আসার পথে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা বসুনিয়া পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মোর্শেদ আলম(১৭) একই এলাকার নুরননবীর ছেলে শাকিব ইসলাম(১৬) মোটরসাইকেলে দ্রুত গতিতে আসার পথে কলেজপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। পথচারী সংবাদ দিলে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ সাইয়েদ ইমরান ও লিডার জয়নুল আবেদীনের নেতৃত্বে ফায়ার ফাইটার হাচান আলী, আলমাছ হোসেন, নুরনবী, বকুল চন্দ্র রায়সহ ঘটনা স্থলে এসে আহত দুই কিশোরকে উদ্ধার করে দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার সু-ব্যবস্থা করেন। পরে লিডার জয়নুল আবেদীন আহত রোগীদের পরিবারের লোকদের সংবাদ দিলে তারা হাসপাতালে যায়। কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তদের সহায়তায় আহত দুই কিশোরকে রংপুরে পৌছে দেয়া হয়। এ বিষয়ে আহত মোর্শেদ আলমের পিতা রফিকুল ইসলাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বর্তমানে দুই কিশোর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ আছেন বলে আহত শাকিব ইসলাম এর পিতা নুরননবীর জানান।