সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবহেলিত, নিষ্পেষিত এবং অধিকার বঞ্চিত বাঙালি জাতিকে এক অসামান্য নের্তৃত্বের মাধ্যমে একতাবদ্ধ করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। কেবল স্বাধীনতাই নয়, একটি দেশের উন্নয়নে সেবক আধুনিক চিন্তাভাবনা ও দূরদর্শী সিদ্ধান্ত প্রয়োজন সেটিরও একটি আধুনিক রুপরেখা জাতির পিতা উপহার দিয়েছেন। ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক ভাষনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, গ্রামীণ উন্নয়ন এবং এর অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ঘঠবে। জাতির পিতার এই দূরদৃষ্টি আর বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সকল বাধা পেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করছে। সপ্তাহ ব্যাপী এই সুবর্ণজয়ন্তী মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ষ্টল দিয়ে তাদের সফলতা ও কর্ম পরিকল্পনা জনসম্মুখে তুলে ধরেছেন। তারমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ষ্টল সকলের নজর কেড়েছে। স্টলটি ঘুরে ফিরে দেখছে দূরদূরান্ত থেকে মেলায় আগত দর্শনার্থীরা। গতকাল বিকেলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান গত ৫০ বছরে পল্লী অবকাঠামো উন্নয়নে এলজিইডি সিরাজগঞ্জ এর অর্জন সম্পর্কে জানান। তিনি বলেন ২০২১ সাল পর্যন্ত পল্লিসড়ক উন্নয়ন ১৯২৮ কিঃমিঃ, বৃহৎ সেতু নির্মাণ ২৫৮৫ মিঃ,সেতু /কালভার্ট ২৫৮৭৪ মিঃ, উপজেলা পরিষদ কমপ্লেক্স (সংখ্যা) ৪ টি, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ( সংখ্যা) ৫৬ টি, গ্রোথ – সেন্টার, হাট বাজার ( সংখ্যা) ৮০ টি, প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো (সংখ্যা) ১১৮২ টি, ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যাবস্থাপনা ৯২৩৬ হেক্টর, স্পুইচ/রাবার ড্যাম/রেগুলেটর (সংখ্যা) ২৩ টি, খাল খনন ১০৬.৫৫ কিঃমিঃ, ঘাট নির্মাণ (সংখ্যা) ৭ টি, বাঁধ নির্মাণ ৬২.৩৮ কিঃমিঃ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে (সংখ্যা) ৯ টি, অসচ্ছল মুক্তিযোদ্ধা বীর নিবাস ৫৩ টি( ১ ম পর্যায়), সড়ক রক্ষনাবেক্খন ১৯২৮ কিঃমিঃ করা হয়েছে, তিনি আরও বলেন চলমান অবকাঠামোর মধ্যে রয়েছে, সড়ক নির্মাণ ১৭০.০৬ কিঃমিঃ, সড়ক মেরামত ২৬৫.৩০ কিঃমিঃ, ব্রীজ কালভার্ট নির্মাণ ১৮২৬.৫২৫ মিঃ, সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ১৫৬ টি, বাঁধ মেরামত ২.৪৯ কিঃকিঃ, পলি অপসারণ ডগঈঅ অফিস ঘর মেরামত ৬.১০কিঃমি ,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন নির্মাণ ১ টি, উপজেলা পরিষদ সম্প্রসারন ভবন নির্মাণ ১ টি, মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা ও যাদুঘর নির্মাণ ৬ টি, সারাদেশে পুকুর খাল খনন ৭ টি, দেশব্যাপী গ্রামীণ হাট বাজার নির্মাণ প্রকল্প ৪ টি, সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ৩ টি, জঊজগচ (সড়ক রক্ষাণাবেক্খন) ১৫২০ কিঃমিঃ কাজ চলমান রয়েছে।