১৫ জুন পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বৃহস্পতিবার (২৮ মে) এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, আগামী ১ মে থেকে স্বাস্থ্য বিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের (শিডিউলড প্যাসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৫ জুন পর্যন্ত বাড়ানো হলো।
তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয় আদেশে।
এমআর/প্রিন্স