কুমিল্লায় মহামারি করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৭০ জন। ফলে জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এখন ৭৮১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। এইদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন মোট ১০০ জন করোনা রোগী।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান।
সূত্র জানায়, কুমিল্লায় নতুন আক্রান্তদের মধ্যে জেলার মুরাদনগরের ১৫ জন, বুড়িচংয়ের ২০ জন, চান্দিনার ১৭ জন, আদর্শ সদরে ৬ জন, লাকসামে ৬ জন, লালমাইতে ২ জন, হোমনায় ২ জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন রয়েছেন।
এমআর/প্রিন্স