গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বাপার্ডে বিসিএস ফাউন্ডেশন মাঠ সংযুক্তি কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার বাপার্ড হলরুমে এ কোর্সের উদ্বোধন করা হয়। বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্সের উদ্বোধন করেন। এ সময় বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী, বার্ডের পরিচালক রনজন কুমার গুহ, বাপার্ডের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, আব্দুল গণি মিনা উপস্থিত ছিলেন। বিসিএস ফাউন্ডেশন কোর্সের মাঠ সংযুক্তি প্রশিক্ষণে শিক্ষা ক্যাডারের ৫০ জন প্রশিক্ষাণার্থী অংশগ্রহণ করেন।