একটি টিভি চ্যানেলে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় এর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করলেন শাহজাদপুরের এক ব্যবসায়ী। রবিবার সকাল ১০টায় শাহজাদপুরের ব্যবসায়ী মোঃ রবিন আকন্দ দ্বারিয়াপুর বাজারের মুদিখানা মনোহারী বাজার মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৫ মার্চ রাত ১১টায় ৭১ টেলিভিশনের খেলাযোগের প্রতিবেদক আমাকে নিয়ে একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন। তিনি জানান, মনিরামপুরের আমাদের বাড়ী সংলগ্ন ভোগ দখলীয় জায়গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদীয়মান নারী ফুটবলার আঁখি খাতুনের নামে বরাদ্দের প্রস্তাব করায় আমরা আদালতের শরনাপন্ন হই। বর্তমানে এই জায়গা নিয়ে করা মামলাটি চলমান রয়েছে। গত ২০ মার্চ ৭১টিভির প্রতিবেদক অর্ণব বাপ্পী এই জায়গা নিয়ে সরেজমিনে প্রতিবেদন করতে এসে আমার সাক্ষাতকার নেওয়ার জন্য দ্বারিয়াপুর বাজারে আমার দোকানে আসেন। কিন্ত ওই দিন আমি ব্যবসার কাজে ঢাকায় ছিলাম। তবে মোবাইল ফোনে তার সাথে আমার কথা হয়। কিন্ত তিনি আমার ঢাকায় অবস্থানের কথা অবিশ্বাস করে আমাকে বলেন, আপনি শাহজাদপুরেই আছেন, আমার ভয়ে আপনি পালিয়েছেন। তিনি আমার ঢাকায় অবস্থানের বিষয়টি বিশ্বাস না করে আমি তার ভয়ে ওই দিন শাহজাদপুরেই গা ঢাকা দিয়েছিলাম এমন খবর গত ২৫ মার্চ রাত ১১টায় ৭১টিভিতে পরিবেশন করেন। যা মোটেই সত্য নয়। আর জায়গাটি আমাদের পত্তনী সূত্রে ভোগ দখলীয় জায়গা। এদিকে জায়গাটির মালিকানা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জো জানান, নারী ফুটবলার আঁখি খাতুনের নামে পূর্বে মনিরামপুরের জায়গাটি প্রস্তাব পাঠানোর পর ভূমি জটিলতা দেখা দেয়। সে জায়গার পরিবর্তে এখন উপজেলা পরিষদের দক্ষিণে দাবারিয়া মোড়ে একটি জায়গা আঁখিকে দেওয়ার জন্য ভূমি মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি পাশ হয়ে এলে আখিঁকে জায়গাটি বুঝিয়ে দেয়া হবে।