লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত ১৬ জন রোগী সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে তাঁরা সুস্থতার ছাড়পত্র পান। এদের মধ্যে রায়পুর উপজেলার ১৩ জন, সদর উপজেলার দু’জন এবং রামগতি উপজেলার একজন।
এর আগে আরও ৫২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থতা লাভ করেন। এনিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬৮ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন সুস্থ হওয়াদের মধ্যে রায়পুরের পাঁচজন এবং রামগতির একজন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন। বাকী ১০ জন সদর হাসপাতাল এবং রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুরের চারটি নমুনা পরীক্ষা করা হলে একজনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তি রায়পুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তকৃত আক্রান্ত রোগীর সংখ্যা ১শ’ ৮৭ জন।
এমআইপি/প্রিন্স