“যুগোপযোগী সিলেবাস কাঠামো পরিবর্তের মাধ্যমে মানুষের মন-মানসিকতারও পরিবর্তন হয়, তাই আমাদের সিলেবাস কাঠামোর সঠিক পরিবর্তন বর্তমান সমাজের জন্য অপরিহার্য।” চকরিয়া উপজেলার অন্তর্গত বরইতলী ডেইংগাকাটা খতিবে আজম (রহ.) ইসলামিক একাডেমির ২০তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক আল্লামা ফজলুল্লাহ (রাঃ) ফাউন্ডেশান এর চেয়ারম্যান ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন এসব কথা বলেন। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ওমরগণি এম.ই.এস কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকি মাদ্রাসার উন্নয়নে সমাজের সকল স্তরের মানুষের কাছে সহযোগিতা চান। হযরত মৌলানা গোলাম রহমান (প্রধান উপদেষ্টা ও সিনিয়র শিক্ষক বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসা) এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্ভোধন করেন হযরত মৌলানা ইব্রাহিম আজিজি (ভারপ্রাপ্ত পরিচালক বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসা), প্রধান ওয়ায়েজ শায়খ আল্লামা আব্দুল খালেক নিজামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান, চট্টগ্রাম টেরিবাজার বিশিষ্ট ব্যবসায়িক জনাব নুরুচ্ছফা। ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মৌলানা রফিক উল্লাহ, হযরত মৌলানা হাফেজ ফয়েজ উল্লাহ, হযরত মৌলানা আহমদ কবির, হাফেজ মৌলানা জামাল হোছাইন, জনাব মোহাম্মদ এনামুল হক প্রমূখ।