বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাঙ্গামাটিতে বিএনপির প্রতীক অনশন

মোঃ আক্কাস রাঙ্গামাটি :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের দামের উর্ধ্বগতির প্রতিবাদে প্রতীক অনশন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাঙ্গামাটি জেলা কমিটি। বুধবার (৩০ মার্চ) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই প্রতীক অনশন করে দলটি। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মামুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আলী আকবর সুমন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। বিএনপি নেতারা বলেন, দেশে দুর্ভিক্ষ চলছে। সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যে ক্রয় করার ক্ষমতা হারিয়েছে। মানুষ তাদের আত্মসম্মানবোধ ভুলে টিসিবির গাড়ির পেছনে দৌড়ায়, আর সরকার বলে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। এমন বক্তব্য সাধারণ মানুষের সাথে প্রতারনা ছাড়া আর কিছু নয়। সরকারের পতনের আন্দোলনে যোগ দেয়ার জন্য সকলকে রাজপথে নামার আহবান’ও জানান বিএনপি নেতারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com