রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

চিতলমারীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৫

একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট):
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০

বাগেরহাটের চিতলমারী উপজেলায় সন্ত্রাসী হামলায় মহিলা ও দুই স্কুল শিক্ষার্থীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের এলাকাবাসি ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ২৮ মে (বৃহস্পতিবার) দুপুর ১২টায় এঘটনা ঘটেছে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে।

আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মামলা মোকদ্দমার পুর্বশত্রুতার জের ধরে একই গ্রামের ভেলু মোল্লার ছেলে নুর ইসলাম (২৫) ও শাহা আলী মোল্লার ছেলে রিয়াদ মোল্লা (২২)র’ নেতৃত্বে অপরিচিত ১০/১২ জনের একটি সন্ত্রসীদল দা, লাঠি, লোহার রড, হাতুড়ী সহ আন্যান্য অস্ত্রনিয়ে অতর্কিতভাবে প্রতিবেশীদের উপর হামলা চালায়।

হামলায় এমরান মোল্লা (২৬), মিনি বেগম (৩৫), স্কুল শিক্ষার্থী ইউসুব আলী(১৬), ইয়াসিন মোল্লা(২০) ও রেজাউল শিকদার(৩৮) গুরুতর আহত হয়। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিতলমারী উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এলাকাবাসি।

এ ব্যপারে আহত রেজাউল শিকদার জানান, সন্ত্রাসী রিয়াদ মোল্লা ও নুর ইসলাম গংদের বিরুদ্ধে চিতলমারী থানায় নারীও শিশু আপহরণ ধারায় একটি মামলা রয়েছে; মামলা নং-১৩/২৫১। এই মামলার জের ধরে অতর্কিত হামলা চালায়। একই সাথে বাড়িতে থাকা তিনটি মটর সাইকেল এবং একটি ভ্যানগাড়ি ভাংচুর করে ও নিয়ে যায়। পরে ফাঁড়ি থানার পুলিশ তা উদ্ধার করে।

এব্যপারে থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক জানান, এখনও কোন অভিযোগ আসেনি অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএস/প্রিন্স/বাবু




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com