একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে বৃদ্ধি পেয়েছে সব ধরনের সবজির দাম। প্রকার ভেদে প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। শুরু হয়েছে রমজান, চাহিদা বেশি আবার উৎপাদন সহ আমদানি কম, যার কারণে দাম বেড়ে গেছে সবজির দাম এমনটিই বলছে সবজি ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ দাম বৃদ্ধিতে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতা সহ নি¤œ আয়ের মানুষ। রবিবার (৩ এপ্রিল) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, রমজান শুরু হওয়ার একদিন আগে থেকেই বাড়তে শুরু করেছে সব প্রকার সবজির দাম। গতকাল বেগুনের কেজি ছিলো ২৫ থেকে ৩০ টাকা কেজি, আজ সেই বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। ২০ টাকার শষা আজ ৩০ টাকা কেজি, ২০ টমেটোর কেজি ৩০ টাকা, ১৫ টাকার গাজরের কেজি ৩০ টাকা, ৪০ টাকার পটল আজ ৬০ টাকা কেজি, ৪৫ টাকা ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, ৬০ টাকা কেজি দরের কাঁচামরিচ আজ ৮০ টাকা কেজি। তবে আলু, রসুন, পেঁয়াজ ও আদার দাম স্বাভাবিক রয়েছে। হিলি বাজারে সবজি কিনতে আসা রকিবুল হাসান বলেন, রমজান মাস শুরু হয়েছে, রোজা আছি। তবে বাজারে এসে অবাক হচ্ছি গতকাল যে বেগুন ২৫ টাকা নিলাম আজ তার কেজি ৪০ টাকা। এছাড়াও প্রতিটি সবজির দাম ঊর্ধ্বমুখী। একজন ভ্যান চালক আতিয়ার রহমান বলেন, গরীব মানুষরা ভাল-মন্দ খেতে চাইলে দাম বাড়ে। রোজা শুরু হয়েছে, বাড়ির সবাই রোজা রাখছে। তাই সবজি বাজারে আসলাম বেগুনের চপ আর গাজর, শষা ও টমেটো নিতে। কিন্তু কয়েকদিন আগে যে দামে নিয়ে ছিলাম আজ তার দাম দেখি দ্বিগুণ। হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, একদিনের ব্যবধানে বাজারে সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। গতকাল ও পরশুদিনও সব সবজির দাম কম ছিলো। রমজান মাস, চাহিদা বেশি আবার উৎপাদন সহ আমদানি কম হচ্ছে যার কারণে প্রায় সব সবজির দাম বেড়ে যাচ্ছে।