বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

মঈনউদ্দীন আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও নবীনবরণ

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২

দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবক মরহুম মঈনউদ্দীন আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্টের উদ্যোগে দ্বিতীয় বারের মত ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিক শাখার গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট চিকিৎসক এবং ট্রাস্টের সভাপতি আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গরিব ও মেধাবী ৩০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন ৬নং আউলিয়াপুর ইউপির চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং করিমুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য কাজী আবু জাফর মোঃ লুৎফর রহমান ও ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন বাবলু। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারন সম্পাদক মোঃ আব্দুল মান্নান চৌধুরী। বক্তারা বলেন, আমরা চাই যে মহান ব্যক্তি নামে এই ট্রাস্ট সেই ব্যক্তির মত তোমাদের সকলকে মহান মনের অধিকারী হতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই একদিন দেশের রাষ্ট্র পরিচালনার কর্ণধার হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com