গাজীপুরের কালীগঞ্জে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) শিল্প পণ্য মেলা বন্ধের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা অবস্থান ধর্মঘট পালন করেছেন। রোববার সকাল নয়টা হতে কালীগঞ্জ পৌর এলাকায় খোদেজা শপিং কমপ্লেক্সের সামনে স্থানীয় কাপড়, কসমেটিকস, জুতা ও মনিহারী ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ ধর্মঘট পালন করেন। অনুমোদন বিহীন শিল্পপণ্য মেলা বন্ধের দাবিতে এ সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, প্রিন্স মোর্শেদ, খলিল আহমেদ, শরীফ হোসেন, মিন্টু খন্দকার, আলামিন হোসেন প্রমুখ। তারা বলেন, মাস ব্যাপী পুনাকের শিল্প পণ্য মেলা স্থানীয় ব্যবসায়ীদের ভীষণ ভাবে পুঁজি লোকসানের মুখে ফেলবে। এদিকে, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা আক্তার বেলা ১১ টার দিকে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন এবং সোমবার (০৪ এপ্রিল) সকাল ১০টায় মেলা কর্তৃপক্ষকে অনুমোদনের প্রমান পত্র নিয়ে ইউএনও অফিসে যাওয়ার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি অবস্থান ধর্মঘট তুলেনিতে স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধ করেন। একই দিনে ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দল ইউএনও অফিসে যাওয়ার অনুরোধ করেন। পরে ব্যবসায়ীরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু করেন। এর আগে গত ২৯ মার্চ এই মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। মেলা বন্ধ নাহলে আগমী ৮ এপ্রিল স্থানীয় ভাবে অবরোধ কর্মসূচির ঘোষণাও দিয়েছে স্থানীয় ব্যবসায়ী নেতারা। উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল থেকে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ তাঁত শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং পুনাক গাজীপুর জেলা পুলিশের আয়োজনে শিল্প পণ্য মেলা শুরু হতে যাচ্ছে। ওই মেলা বন্ধের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন।