শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

লামায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

তৈয়ব আলী লামা (বান্দরবান) :
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২

লামা উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষধ বিতরন (২ এপ্রিল) শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপি লামা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। লামা-আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষূধ বিতরন অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন আলীকদম সেনা জোনের (২৩-বীর) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মঞ্জুরুল হাসান, পিবিজিএম, (পিএসসি)। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা এ ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপি চিকিৎসা সেবা প্রদান করেন। চোখের সমস্যা, নাক কান গলা, হ্রদরোগ ও বক্ষবেদী লিভার কিডনি, চর্ম যৌন, শিশু বিভাগ, প্রসূতী ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ, নিউরোমেডিসিন, পেইন ক্লিনিক বাত ব্যাথা, ফিজিক্যাল মেডিসিন বিভাগ। এ ছাড়াও বিভিন্ন টেষ্ট ফ্রি করানো হয়। সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইনে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইলিয়াছ এর নেতৃত্বে ২০ জন ডাক্তারের টিম ১০টি বুথে দুই সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষুধ সামগ্রী প্রদান করেন। এছাড়াও বিনামূল্যে ফিজিওথেরাপি, ডায়াবেটিস টেস্ট, ইউরিন টেস্ট, ইসিজি আলটাসনোগ্রাফি টেস্ট করানো হয়। মেডিকেল ক্যাম্প এর সার্বিক দায়িত্ব পালন করেন আলীকদম সেনা জোনের টুআইসি মেজর খালিদ, মেজর মোহাইমেন, রুপসীপাড়া ক্যাম্প কমান্ডার মোঃ কামাল উদ্দীন প্রমুখ। দুর্গম এলাকা থেকে আগত রোগীদের সামাজিক দুরত্ব বজায় রেখে পরীক্ষা নীরিক্ষা, ব্যবস্থাপত্র ও বিনামূল্যে মূল্যবান ঔষুধ প্রদান করা হয়। এদিকে স্থানীয়রা লামা-আলীকদম সেনা জোন কে ধন্যবাদ জানান। এ ধরনের মহৎ কাজে অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান সাধারন জনতা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com