নীলফামারীর ডিমলায় ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ইউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১০ টি ইউনিয়নের মোট ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে ৫ কেজি করে হাইব্রিড আউশ ধান বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।