মৌলভীবাজার জেলার উলামা পরিষদের সম্মানিত সভাপতি, দারুল উলুম টাইটেল মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরি রহ. এর জানাযা বৃহস্পতিবার (৭ এপ্রিল ) সকাল ১১টায় মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকেই বৃহত্তর সিলেটের নানা জেলা ও উপজেলা থেকে তাঁর জানাযার নামাযে শরিক হওয়ার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ এসে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের পূর্বেই টাউন ঈদগাহ মাঠ ও রাস্তার আশপাশ লোকে লোকারণ্য হয়ে যায়। মৌলভীবাজারের ইতিহাসে এটি স্মরণকালের জানাজা। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বরুণার পীর, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেসার আহমদ এমপি, মৌলভীবাজার জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর সাবেক মহাপরিচালক অধ্যাপক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, দারুল উলুম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মুফতি শামছুজ্জোহা, জামেয়া হুসাইনিয়া গহরপুর মাদরাসার স্বনামধন্য মোহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজুসহ জেলার বিভিন্ন মাদরাসার শায়খুল হাদিস, মুহতামিম ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আরও অনেকেই বক্তব্য রাখেন। জানাজা পূর্ব বক্তব্যে বক্তারা বলেন-আল্লামা আব্দুল বারী ধর্মপুরী রহ. বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড-বেফাক এর সহসভাপতি ও মৌলভীবাজার আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম টাইটেল মাদ্রাসার শায়খুল হাদিস ছিলেন। এছাড়াও তিনি সিলেট গহরপুর, মৌলভীবাজারের বরুণা, দ্বীনিয়া, মুন্সিবাজারসহ বিভিন্ন টাইটেল মাদরাসার তাকমিল জামাতের হাদিস বিভাগের শিক্ষক হিসেবে প্রায় চার যুগ খেদমতে ছিলেন। মরহুম ধর্মপুরী রহ. ইলমে হাদিসের উজ্জ্ব নক্ষত্র ছিলেন। একজন প্রথিতযশা আলেমে দ্বীন হিসেবে ইলমে দ্বীনের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইসলামের পক্ষে যেকোন আন্দোলন সংগ্রাম ও দ্বীন প্রতিষ্ঠার কাজে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি জেলার আলেমদের কাছে আস্থার প্রতীক ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সাথে উনার সুসম্পর্ক ছিলো। তাঁর ইন্তেকালে জেলাবাসী একজন যোগ্য অভিভাবক হারিয়েছেন, যার শুন্যতা কখনো পূরণ হওয়ার নয়। মরহুমের জানাযার নামাযের ইমামতি করেন তাঁর সুযোগ্য বড় ছেলে, বরুনা মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ। জানাজা শেষে ধর্মপুরীকে ধরকাপন জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। দাফন শেষে দোয়া পরিচালনা করেন দারুল উলুম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মুফতি শামছুজ্জোহা। এসময় শত শত মুসল্লিরা দাফন ও দোয়ায় অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, গতকাল বুধবার (৬ এপ্রিল ) সন্ধা ৬টায় মৌলভীবাজার সুলতানপুর বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ ছেলে, ৮ মেয়ে, নাতী, নাতনীসহ অসংখ্য ছাত্র ও গুনগ্রাহী রেখে মারা যান।ৃ