সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পবিত্র মাহে রমযান উপলক্ষে মানবিক সংগঠন আমরা উল্লাপাড়া সন্তান (আউস ) উদ্যোগে কর্মহীনÍদরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় আউস এর সভাপতি আব্দুর রহমান মুক্তার নিজস্ব বাসভবনে সাড়ে ৫ শত দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী ও বেকারত্ব দুর করার জন্য অটোরিক্স উপহার দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে মানবিক এই সংগঠনটি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডাঃ শামসুল আলম স্বপন, অধ্যাপক শামীম হাসান ,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল হক, আরিফ বিন হাবিব, ডাঃ শেখ আব্দুল মতিন, সাংবাদিক সঞ্জীব সরকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।