জয়পুরহাট জেলার কালাই উপজেলার সন্নিকটে বগুড়া-জয়পুরহাট মহাসড়কের বালাইট মোড়ে ৯ এপ্রিল ১১টায় ‘শেখ কামাল আইটি টেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ। পরে বেলা সাড়ে এগারোটায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে জয়পুরহাট-০২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত জন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানের এক পর্যায়ে কালাই থেকে মেডিকেলে চাঞ্চ প্রাপ্ত ও বিসিএসে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এর মধ্যে কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলামের সুযোগ্য সন্তান মোঃ তাহিদুল হক ৪০ তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়ায় তাকে ও উলিপুর গ্রামের কৃতিসন্তান ফজলে রাব্বীকে সংবর্ধনা প্রদান করেন মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহি টুকটুক তালুকদার, কালাই পৌর সভার মেয়র রাবেয়া সুলতানা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।