সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২০১৮ সালের ৩০ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এই১৮ বিচারপতি।
শুক্রবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া ১৮ জন হলেন, বিচারপতি মো. আবু আহমাদ জমাদার, বিচারপতি মোস্তাফিজুর রহমান, বিচারপতি কামরুল ইসলাম মোল্লা, বিচারপতি এসএম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি এস এম আব্দুল মবিন, বিচারপতি খিজির হায়াত লিজু, বিচারপতি শশাংক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি আহমদ সোহেল, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
এমএস/প্রিন্স/খবরপত্র