ফরিদপুরের নগরকান্দায় ঘর নেই জায়গা নেই (ভূমিহীন, গৃহহীন) এরকম লোকের তালিকা মুক্ত হতে যাচ্ছে অল্প কয়েক দিনের মধ্যেই। নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের এরকমই তথ্য প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন নগরকান্দায় এখন থেকে আর জায়গা নেই ঘর নেই এই শ্রেণীর লোক আর পাওয়া যাবেনা। তাই ২৮ এপ্রিলের মধ্যেই এরকমই সরকারী ঘোষনা আসতে পারে নগরকান্দা বাসীর জন্য। ক শ্রেণীর তালিকা করে জায়গা নেই ঘর নেই এরকম লোকদের সরকারী ঘর ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। দু চারজন বাকি থাকলে তাহা ২৮ এপ্রিলের আগেই তাদের ঘর বুজিয়ে দেওয়া হবে। সকল ঘর তৈরী করে প্রস্তত রাখা আছে। ইতোমধ্যে ৩২৫ জন ক তালিকার লোকদের ঘর হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন এই সুনাম নগরকান্দা বাসীর জন্য। সমগ্র জেলায় নগরকান্দাই সবার আগে ভূমিহীনদের তালিকা করে তাদের নামে জায়গা দিয়ে ঘর নির্মাণ করে দেয় সরকার। এখন থেকে এ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন আর রইলোনা। এর আগে টাস্কফোর্সের এক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।