ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন ফি কমানো এবং আবাসিক হলগুলোতে খাবারের দাম কমানোর দাবিতে ভিসির কাছে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ভিসির হাতে এ স্মারকলিপি তুলে দেয়া হয়। পরে আবেদন ফি বাড়ানো এবং হলে খাবারের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেয়। এ সময় নেতা-কর্মীরা আবেদন ফি কমানো এবং হলগুলোতে খাবারের দাম কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাজিদ হাসান বাবু, মোঃ মোসাব্বির শাফি, মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, যুগ্ম সম্পাদক মহিনউদ্দিন রাজু, তবিবুর রহমান সাগর, মিজানুর রহমান শরীফ, আরিফুল হক, আবদুল্লাহ জুবায়ের বাবু, মাহাবুব মিয়া, মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, সহ সাধারণ সম্পাদক এশামুনতাজ এজাজ, জামিল হোসেন, শাহাদাৎ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন প্রমুখ।