শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে কোটি টাকা মূল্যের গাছ ৪০ লক্ষ টাকায় বিক্রি

প্রদীপ কুমার ভৌমিক রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের জুগিদহ ব্রীজ হতে ব্রহ্মগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত ৫২টি লটের প্রায় ১ কোটি টাকা মূল্যের ইউক্যালেকটস্ ও আকাশমনি গাছ মাত্র ৪০ লক্ষ টাকার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাগেছে পাবনা বন বিভাগ থেকে ৫২টি লটের দরপত্র আহবান করা হয়। দরপত্র অংশগ্রহণকারীদের মধ্যে ৪ জন প্রথম হওয়ায় তাদের কার্যাদেশ প্রদান করা হয়। কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, জোয়ারদার স’মিল, মোঃ বাবলা, তিথি এন্টারপ্রাইজ, মোঃ তানভীর রহমান, শহিদুল এন্টারপ্রাইজ, শহিদুল ইসলাম, মেসার্স শ্রীকান্ত এন্টারপ্রাইজ, বাহাদুর কার্যাদেশ প্রাপ্ত হয়ে গাছ কাটার কাজ শুরু করে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করেই অনিয়মত্রান্তিক ভাবে এই দরপত্র আহবান করা হয়। এতে করেই অনেক ঠিকাদার দরপত্রে অংশগ্রহণ করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন স’মিল মালিক বলেন, পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সঠিক ভাবে দরপত্র আহবান করা হলে আমরা অংশগ্রহণ করতে পারতাম। সেখানে ১ কোটি টাকা মূল্যের গাছ মাত্র ৪০ লক্ষ টাকায় বিক্রি হতে পারতো না। এ ব্যাপারে রায়গঞ্জ বন বিভাগের বাগান মালি মোঃ শফিকুল ইসলাম শফিক এর সাথে যোগাযোগ করে কোন কাগজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা জানতে চাওয়া হলে তিনি বলেন পাবনা অফিস থেকে দরপত্র প্রকাশ করা হয়েছে। কাগজ দেখাতে তিনি অপারকতা প্রকাশ করেন। এ ব্যাপারে রায়গঞ্জ বন বিভাগের কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একটি সভায় থাকার কারনে আমার অফিসের বাগান মালি শফিকুল ইসলাম আপনাদের সকল তথ্যাদি দিয়ে সহযোগীতা করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com