নওগাঁর রাণীনগর উপজেলার এক হাজার দুইশজন কৃষক পেলেন বিনামূল্যের সার ও বীজ। আউস ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই সার, বীজ দেয়া হয়। রাণীনগর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সার,বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, সদর ইউনিয়নের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসানও যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ প্রমূখ। প্রতিজন কৃষককে ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।