মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ পূর্ন্যাত্মানন্দজী মহারাজের কান্তজিউ মন্দির পরিদর্শন

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের সার্বিক তত্ত্বাবধানে

২০ এপ্রিল বুধবার দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ’র সার্বিক তত্ত্বাবধানে পরম পুজনীয় রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ (গুরু মহারাজ-বাংলাদেশ) পূর্ন্যাত্মানন্দজী মহারাজ ঐতিহাসিক এবং হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভুমি কান্তজিউ মন্দির পরিদর্শন এবং স্থানীয় ভক্তবৃন্দের সাথে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন দিনাজপুরের অধ্যক্ষ বিভাত্মানন্দ মহারাজ, রাজেন মহারাজ, উজ্জ্বল মহারাজ, ব্রহ্মচারী রাকেশ, দিপ্ত এবং রামকৃষ্ণ মিশন দিনাজপুরের সভাপতি শ্রী অজয় চ্যাটার্জী। রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ পূর্ন্যাত্মনন্দজী মহারাজ কান্তজিউ মন্দিরে এলে রাজ দেবোত্তর এস্টেট দিনাজপুরের এজেন্ট রনজিৎ কুমার সিংহ মহারাজদের ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা জানায় এবং কান্তজিউ মন্দিরের ঐতিহ্য এবং নির্মাণ ইতিহাস নিয়ে আলোচনা করেন। পরে রামকৃষ্ণ গ্রামীণ শিক্ষা ও গীতা চর্চা প্রকল্প কাহারোলের সম্পাদক ভুপেন্দ্র নাথ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাহারোল শাখার সভাপতি শ্রী রাজেন্দ্র দেবনাথ ফুলের তোড়া দিয়ে মহারাজদের সংবর্ধনা প্রদান করেন। এছাড়া স্থানীয় ভক্তবৃন্দ এবং মন্দিরে আগত ভক্তবৃন্দরা গুরু মহারাজকে প্রণামসহ মত বিনিময় করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com