সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

মানবতার মুক্তির সংগ্রামে সাংবাদিক সমাজকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে

শাহজাহান সাজু:
  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

সাংবাদিকদের সম্মানে ‘সম্ভাবনার বাংলাদেশ’ এর ইফতার মাহফিলে বক্তারা

সাংবাদিকদের সম্মানে ‘সম্ভাবনার বাংলাদেশ’ এর ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, মাহে রমজান বিজয়ের মাস। এই মাসে বদর যুদ্ধে সত্যের পক্ষের সৈনিকরা বিজয়ী অর্জন করেছন। ঐতিহাসিক মক্কা বিজয়ের ঘটনাও মাহে রমজানে ঘটেছে। মানবতার মুক্তির জন্য আল্লাহ প্রেরিত প্রতিটি পবিত্র গ্রন্থও এই মাসেই নাজিল হয়েছে। জালেমের বিরুদ্ধে মজলুমের এবং অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়ের জন্য নিজেদের গড়ে তোলার প্রশিক্ষণের মাস মাহে রমজান। দেশের আকাশ-বাতাস আজ অধিকারহারা মানুষের হাহাকার আর মজলুমের আর্তনাদে ভারি হয়ে ওঠেছে। মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আর্ত মানবতার মুক্তির সংগ্রামে সাংবাদিক সমাজকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে।
সাংবাদিকদের সম্মানে ‘সম্ভাবনার বাংলাদেশ’ এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভাটি সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়। ইফতার মাহফিলে সম্পাদক, সিনিয়র সাংবাদিক, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরী। বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সাবেক সভাপতি রুহুল আমিন গাজী। স্বাগত বক্তব্য রাখেন ‘সম্ভাবনার বাংলাদেশ’ এর আহ্বায়ক, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন।
সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল মান্নান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি, এম আবদুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে মহাসচিব নূরুল আমিন রোকন, দ্যা ডেইলি নিউনেশন সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দৈনিক খবরপত্রের বার্তা সম্পাদক মো. হারুন অর রশীদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সাবেক সভাপতি আবদুল হাই শিকদার, দৈনিক নয়া দিগন্ত উপ-সম্পাদক (বার্তা) মাসুমুর রহমান খলিলী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, জাতীয় প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, মুন্সী আবদুল মান্নান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে, সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, বিএফইউজে এর সহ-সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম, ডিইউজের সহ সভাপতি বাছির জামাল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন-ক্র্যাব সাবেক সভাপতি, আবু সালেহ আকন, সাবেক সাধারণ সম্পাদক আজহার মাহমুদ, সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদাউস আহমদ ভূইয়া, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মহসিন, শফিউদ্দিন আহমদ বিটু, সহ-সভাপতি নাসিম শিকদার, সাধারণ সম্পাদক কাজল হাজরা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com