টাঙ্গাইলের মধুপুরে বোরো ব্রি-ধান ৮৯ জাতের নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার(১১ মে) দুপুরে উপজেলার বানুর গাছি এলাকায় এ শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শস্য কর্তন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টাঙ্গাইল কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর উপ- পরিচালক কৃষিবিদ আহসানুল বাসার। এসময় উপস্হিত ছিলেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদুল হাসান, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল সহ ব্লক সুপার ভাইজার গন। কৃষিকর্মকর্তা আল মামুন জানান মধুপুরে এবছর ব্রি-৮৯ ধান ১৮৩৭ হেক্টর জমিতে এ ধান আবাদ হয়েছে। এজাতের ধানের হেক্টর প্রতি ফলন হয় ৭.৪৪ মে. টন। এধানের ফলন বেশী হওয়ায় কৃষকের আবাদ বেড়েছে। বেশী ফলন পেয়ে কৃষক খুশীতে আত্বহারা।