শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

ঈদকে সামনে রেখে গরু চোর রোধ করতে খামারীদের নিয়ে পুলিশের সতর্কতা সভা

মনিরুজ্জামান মনির রায়পুরা (নরসিংদী) :
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২

‘পুলিশের সেবা নিন, নিরাপদ থাকুন’ এ স্লোগান কে সামনে রেখে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নরসিংদী রায়পুরা উপজেলার ২৪ ইউনিয়নের পশু খামারিদের নিয়ে গরু চোর রোধ করতে সতর্কতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে) দুপুরে উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়ামে ২৪ ইউনিয়ন থেকে আগত বিভিন্ন খামারীদের সতর্কতামুলক বক্তব্য রাখেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এসময় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আসন্ন হওয়ায় গরু চোর ও ডাকাতদের উপদ্রব বাড়তে পারে। ওইসব চোর ও ডাকাতদের ঠেকাতে প্রতিটি খামারকে সিসি টিভি ক্যামেরার আওতায় আনার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও খামারীদের নিরাপত্তার জন্য নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানান তিনি। উন্মোক্ত আলোচনায় বিভিন্ন খামারীরা বলেন, খামার থেকে অভিনব কায়দায় চোরেরা গরুগুলো চুরি করে নিয়ে নদী পথে বা স্থল পথে কৌশলে পালিয়ে যায় সেজন্য তারা পুলিশ সুপারের নিকট খামার এলাকায় জোর নিরাপত্তা ও পুলিশি টহল দেওয়ার জন্য আবেদন জানান। এসময় রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, সহকারী পুলিশ সুপার আল-আমিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, রায়পুরা থানা অফিসার ইনর্চাজ আজিজুর রহমান, জেলা ডিবি কর্মকর্তা আবুল বাসার, রায়পুরা থানার ইন্সপেক্টর তদন্ত গোবিন্দ সরকার, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি সহ খামার মালিকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com