শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত ২৭৩৫, মৃত্যু ৪২

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি হয়ে ৪২ জনের প্রাণহানী হয়েছে।

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন। আর করোনায় মোট মৃতের সংখ্যা ৯৩০ জন।

সোমবার( ৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৯৬১ টি। ৫২টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি।

তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে বারোজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং নয়জন নারী।

বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রামে আট জন, খুলনা বিভাগে দুইজন, সিলেটে একজন, রংপুরে একজন, ময়মনসিংহ দুইজন, বরিশালে দুইজন এবং রাজশাহী বিভাগে একজন।

অধ্যাপক ডা.নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৬৫৭ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।

এমএস/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com