রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

উলিপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার পুরস্কার বিতরণ

মোবাশ্বারুল ইসলাম মুরাদ উলিপুর (কুড়িগ্রাম) :
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। রবিবার (২৬ জুন) শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, প্রভাষক স ম আল মামুন সবুজ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে-এশাদুল হক (ধরনীবাড়ী), শায়খুল ইসলাম নয়া (হাতিয়া), বাবুল মিয়া বেগমগজ্ঞ), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার নাদিরুজ্জামান, সহকারি শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম ফারুক, ফরহাদ হোসেন খন্দকার, নিখিল চন্দ্র, ইসহাক আলী, উপজেলা ক্রীড়া সংস্থান সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মোল্লা-সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ‘প্রাথমিক বিদ্যালয় ফুটবল ট্যুর্নামেন্ট/২০২২ খেলায় উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ২৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইউনিয়ন পর্যায়ের খেলায় বিজয়ীদল নিয়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায়, বঙ্গমাতা গোল্ডকাপে হাতিয়া ইউনিয়নের অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে তবকপুর ইউনিয়নের বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপে একই হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাই্রব্রকারে তবকপুর ইউনিয়নের মাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার পৌরব অর্জন করে। উল্লেখ্য, উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মধ্যে এ খেলায় হাতিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ান এবং তবকপুর ইউনিয়ন রানার্স-আপ নির্বাচিত হন। চ্যাম্পিয়ান দু’টি দল জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করায় উপজেলা প্রাথামক শিক্ষা প্রশাশন সকলকে অভিনন্দন জানান। খেলা শুরুর প্রারাম্ভে অথিতিবৃন্দ স্টেডিয়াম মাঠের মঞ্চের সামনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের সাথে সাথে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে, অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com