ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটে ছাত্রের অতর্কিত হামলায় সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যাকারী আশরাফুল আহসান জিতুর ফাঁসি ও শিক্ষকদের হেনেস্তার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। (৩০ জুন) বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলার বড়লেখায় সম্মিলিত শিক্ষক সমাজের আয়োজনে বড়লেখা নুরজাহান শপিং সিটির সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন। মাষ্টার নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু,শিক্ষক রিয়াজুল ইসলাম,প্রভাষক এমএ হাসান,প্রভাষক জসিম উদ্দিন, শিক্ষক আতিকুল ইসলাম, বদরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দন, পিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশুতোষ চক্রবর্তী, শিক্ষক রুপক পুরকায়স্থ, লিটন চন্দ্র দে,বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপ্পক নন্দি, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক রন্জন দাস, বড়লেখা নারীশিক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ, ষাটমা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভাসীস দে শুভ্রসহ বড়লেখার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শত শত শিক্ষক মানব্বন্ধনে উপ্সতিত ছিলেন। সভায় বক্তারা গত ২৫ জুন সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যাকারী ও তার মদদাতার দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।