মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশে ভূমিহীন-গৃহহীন ২৬ হাজার ২শত ২৯টি পরিবারের হাতে গৃহ হস্তান্তরের ন্যায় ফেনীর সোনাগাজী উপজেলার দুইশত পরিবার পাবে জমি সহ ঘর। ২১জুলাই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনাগাজী উপজেলা মিলনায়তন ভিডিও কনফারেন্সে এতে যুক্ত থাকবে উপজেলার চেয়ারম্যান-কর্মকর্তারা। অনুষ্ঠানটি সফলের লক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে সংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ট্রাসফোর্স কমিটির আহবায়ক এসএম মঞ্জুরুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান চৌধুরী। কালেরকণ্ঠের প্রতিনিধি শেখ আব্দুল হান্নান, যুগান্তরের জাবেদ হোসেন মামুন, প্রথম আলোর আমজাদ হোসাইন, বাংলাদেশ সমাচারের মোঃ ছালাহ উদ্দিন, আজকের পত্রিকার আলমগীর হোসেন, অজয় বাংলার ওমর ফরুক, স্টার লাইনের আফছার সোহাগ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক জানান, আমিরাবাদ ইউনিয়নের চর কৃষ্ণজয় এলাকায় ১০০, সোনাগাজী চরখোয়াজের লামছি ৮০, মতিগঞ্জ চর এলাহীর ২০জনকে জমি সহ ঘর দেয়া হবে।