নওগাঁর বদলগাছী উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ এর বিরুদ্ধে দূর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গত ১৭/৮/২০১৫ ইং তারিখে বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৮ জন সদস্যের মধ্যে ৬ জন উপস্থিত থেকে রেজুলেশনে স্বাক্ষর করেন। উক্ত সভায় সৃষ্ট পদে সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মোতাবেক গত ১৯/৮/২০১৫ তারিখে দৈনিক সমকাল ও দৈনিক উত্তর কোণ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রধান শিক্ষক সুরেশ সিংহ। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন আহবান করা হয়। কিন্তুু প্রধান শিক্ষক সুরেশ সিংহ ১৮/৮/২০১৫ তারিখে ডিজির প্রতিনিধি চেয়ে জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করলে ২০/৮/২০১৫ তারিখে জেসিঅ/নওগাঁ /১৮১৬/৩ নং স্মারক এ নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষককে ডিজির প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আবেদন গ্রহনের তারিখ শেষ না হতেই নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে মোজাহার হোসেন নামের পছন্দের প্রার্থী কে নিয়োগ দেন প্রধান শিক্ষক সুরেশ সিংহ। এবিষয়ে অনুসন্ধান করলে প্রাপ্ত তথ্য মতে জানা যায়, প্রধান শিক্ষক সুরেশ সিংহ গত ২৬/৭/২০১৫ তারিখে একটি ভূয়া রেজুলেশন তৈরি করেন। যেখানে তিনি সভাপতি ও অন্যান্য সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করেছেন। এ বিষয়ে তৎকালীন সভাপতি মজিবর রহমান ও অন্যান্য সদস্যের সাথে কথা বললে তাঁরা বলেন, উক্ত তারিখের কোন রেজুলেশনে তাঁরা স্বাক্ষর করেন নাই। তাছাড়া ও রেজুলেশন দুটির পাতা ও লেখা দুইধরনের। এছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের পত্র নং- ০৩.০০১৩০০০.০০.০০.০১.২০১৬-৩৪, তারিখঃ ১০/৭/২০১৬খ্রীঃ, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০১.০০৭.২০১৬-৫৬৪, তারিখঃ১৩/৭/২০১৬খ্রীঃ, এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-৩৭.০২.০০০০.১০৬.৪৯.০০২.১৫-৯৭৬ তারিখঃ ১৩/৭/২০১৬খ্রীঃ মোতাবেক জাতীয়করণের লক্ষ্যে নিয়োগ, অস্থাবর সম্পদ হস্তান্তর ও অর্থ ব্যয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও প্রধান শিক্ষক সুরেশ সিংহ কোন কিছুই তোয়াক্কা না করে সোনালী ব্যাংক লিমিটেড, বদলগাছী শাখায় বিদ্যালয়ের হিসাব নং-৪৮০৪০০২০৯৫১৮১ থেকে ১৪/৭/২০১৬ তারিখে ১০ লক্ষ টাকা উত্তোলন করেছেন। যা নিয়ম বহির্ভূত বলে সংশ্লিষ্ট দপ্তর মনে করছেন। এবিষয়ে বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলগা উপজেলা নির্বাহী অফিসারের সাথে এই বিষয়ে কথা বললে তিনি বলেন, যদি কেউ লিখিত অভিযোগ করেন তাহলে তিনি বিষয়টি দেখবেন। প্রধান শিক্ষক সুরেশ সিংহ এর সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, সাংবাদিকেরা আমার কিছুই করতে পারবেনা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বিষয়টি অনেক পুরানো, কিছু হবে বলে মনে হয়না। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান প্রধান শিক্ষক আসলে এই পদের যোগ্য নয়। তাঁর অনেক স্বেচ্ছাচারিতা আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি ক্ষতিয়ে দেখলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে।