ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মনোহারপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সাইফুল ইসলামের নামে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। জানাগেছে সাইফুল ইসলাম দীর্ঘ দিন যাবত মনোহারপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসাবে দায়িত্ব পালন করে আসছে।দায়িত্ব পালনকালে ছাত্র ছাত্রীদের নিকট হতে কারনে অকারনে বেশি টাকা আদায় করে আসছে।এমন কি প্রতিষ্ঠানে কাউকে কিছু না বলে নিজের ইচ্ছা মত প্রতিষ্ঠান চালায়। ধারাবাহিকতা সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ছাত্র -ছাত্রীর অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটি সাইফুল ইসলাম কে কারন দর্শানো নোটিশ প্রধান করলে ভারপ্রাপ্ত সুপার সাইফুল ইসলাম হাজির না হয়ে বিভিন্ন অজুহাত দেখায়। এ দিকে উপজেলা নির্বাহি কর্মকর্তা তাকে নোটিশ করে ৭ কার্যিদবসের মধ্যে তাকে জবাব দিতে বলেন। ভারপ্রাপ্ত সুপার সাইফুল ইসলাম নোটিশের জবাব না দিলে অর্থ কেলেঙ্কারি সহ বিভিন্ন অনিয়মের জন্য প্রতিষ্ঠানটির এডহুক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সুপার সাইফুলের বিরুদ্ধে তদন্ত গ্রহনের ব্যাবস্থা গ্রহন করে। সরেজমিনে গিয়ে মাদ্রাসা চলাকালীন সমায়ে প্রতিষ্ঠানে পাওয়া না গেলে মোবাইল ফোনে ভারপ্রাপ্ত সুপার সাইফুল ইসলাম বলেন আমি অসুস্থ থাকার কারনে ছুটির আগেই চলে এসেছি।