সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২

অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিনেশ গুনাবর্ধনে। স্থানীয় সময় শুক্রবার সকালে কলম্বোর প্রধান বিক্ষোভস্থলে নিরাপত্তা বাহিনীর অভিযানের পরপরই শপথ নেন তিনি। আগের দিন রণিল বিক্রমাসিংহে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। তিনিই দিনেশকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। গোটাবাইয়া ও মাহিন্দা রাজাপাকসের দল পদুজানা পেরামুনা পার্টির সদস্য, সাবেক মন্ত্রী দিনেশের শপথ অনুষ্ঠানে রনিল ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও আইনপ্রণেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাহিন্দা রাজাপাকসে সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনা, কোভিড মহামারী ও ইউক্রেন যুদ্ধ শ্রীলঙ্কাকে গভীর সংকটে ফেলেছে। মূল্যস্ফীতি, বিদ্যুৎ বিভ্রাট এবং খাদ্য, ওষুধ ও জ্বালানি তেলের ঘাটতি দেশটির জনগণকে রাস্তায় নামতে বাধ্য করে। তুমুল আন্দোলনের কাছে পরাস্ত হয়ে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান ও পরে পদত্যাগপত্র পাঠান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com