নীলফামারীর চড়াইখোলা ইউনিয়নে আওয়ামীলীগের অর্থায়নে, হতদিরদ্র দুস্থ মানুষের মাঝে শাড়ী, লুঙ্গী, মাস্ক ও গাছ বিতরণ করা হয়েছে।
করোনা সংকট মোকাবেলায় আজ নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নে হতদরিদ্র দুস্থ মানুষের মাঝে শাড়ী, লু্ঙ্গী, মাস্ক ও গাছ বিতরণ করেছেন চড়াইখোলা ইউনিয়ন আওয়ামীলীগ।
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশক্রমে, চড়াইখোলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মিলিত ব্যক্তিগত অর্থায়নে, ৫০০ পিচ শাড়ী, ৫০০ পিচ লুঙ্গী, ১০০০ মাস্ক, ৫০০টি গাছ বিতরণ করা হয়।
আজ সকালে ইউনিয়নের স্থানীয় দলীয় কার্যালয় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে এসব উপকরন বিতরণ শুরু হয়। বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চড়াইখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহ্ফুজার রহমান শাহ্।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান।
এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান আপেল, সাধারন সম্পাদক মাসুদ সরকার ও স্থানীয় আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
এমআইপি/প্রিন্স