বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। গত রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হায়দার আলীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন হায়দার আলী। এ কারণে দীর্ঘসময় রাজনীতিতেও নিষ্ক্রিয় ছিলেন সাবেক এ আমলা। যার ফলে বিএনপির সাথেও তার তেমন যোগাযোগ ছিল না। তার ছেলে ব্যারিস্টার মো: জিসান হায়দার বলেন, বাবা দীর্ঘ দিন লিভারের জটিলতায় ভুগছিলেন। তার লাশ আমরা গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছি। হায়দার আলীর জন্ম শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলায়। সেখানে ভোটকান্দি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।