সমাজসেবা অধিদফতরাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় রংপুরের গঙ্গাচড়ায় ২০৭ জন উপকারভোগীর প্রত্যেকের মাঝে ১৮ হাজার করে টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোঃ আব্দুল মোতালেব সরকার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, সচিবের একান্ত সচিব এস এম গোলাম কিবরিয়া, ঢাকা সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোহাঃ কামরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোঃ আব্দুল মতিন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় চেক বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী প্রমূখ। এর আগে প্রধান অতিথি প্রান্তিকগোষ্ঠীর তৈরিকৃত পণ্যের বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন এবং তাদের উৎসাহিত করতে কিছু পণ্য ক্রয় করেন। অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিশিষ্টজন, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।