নেত্রকোনার দুর্গাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকী উপলক্ষে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছেন রিক্সাচালক তারা মিয়া। বৃহস্পতিবার দুপুরে এ কর্মসুচী শুরু হয়। এ উপলক্ষে দুর্গাপুর পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের খালি জায়গা গুলোতে বঙ্গবন্ধুর ৪৭তম সাহাদাত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে দুর্গাপুর পৌর শহরের আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ প্রাঙ্গনে ফলদ বৃক্ষরোপন করার মাধ্যমে এ কর্মসূচী শুরু করেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রভাষক নুর মোহাম্মদ, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, তোবারক হোসেন খোকন, প্রেসক্লাব সম্পাদক জামাল তালুকদার, কবি লোকান্ত শাওন, সাংবাদিক নাজমুল হুদা সারোয়ার, আল নোমান শান্ত প্রমুখ। রিক্সা চালক তারা মিয়া বলেন, আমি ছোট বেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারিনি। গত ৮ বছর ধরে রিক্সা চালিয়ে যে উপার্জন করি তা থেকে কিছু কিছু টাকা জমিয়ে রেখে প্রায় দুই মাস পর পর বিভিন্ন স্কুল ও মাদরাসা‘র দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছি। এবার জাতীর জনক বঙ্গবন্ধুকে শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় করে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ফলদ বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।