জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ বলেন, বিদ্যুৎ ঘাটতি, ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেন, সারসহ নিত?্যপ্রয়োজনীয় জিনিসে দাম বৃদ্ধি করা হয়েছে, তাতে জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়। এতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, পরিবহনে ভাড়া বাড়বে। কৃষকের ওপর চাপ বাড়বে, কৃষক ফসল উৎপদন করতে পারবে না। কৃষিতে বড় প্রভাব পড়বে।’তিনি আরও বলেন, ‘সরকারের গণবিরোধী এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। এই দাম বৃদ্ধি বাতিল করতে হবে। ইউরিয়া সারের দাম কমাতে হবে। নিত্যপণ্যের দাম কমাতে হবে। দেশের মানুষকে সংকট থেকে উদ্ধার করতে হবে। ’শনিবার (০৬ আগষ্ট) বিকালে শহরের মেডিকেল রোডে জেলা ও পৌর জাতীয় যুব সংহতির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘জনগণের টাকায় বেগমপাড়া বানানো, কালো টাকার পাহাড় করা, বিদেশে টাকা পাচার-এগুলো জনগণের ঘামের টাকা। লুটপাটের সরকার, সরকার পরিকল্পনা করে লুটেরাদের বাঁচাতে এভাবে জনগণের পকেট কাটছে। ’এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব সংহতির-সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন হেলাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেন খান, জেলা যুব সংহতির আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমূখ। মানববন্ধনহ শেষে ওই দিন রাতে জামালপুর জেলা জাতীয় পাটির অস্হায়ী কার্যালয়ে জেলা যুবসংহতি আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, জামালপুর জেলা জাতীয় পাটির আহ্বায়ক আলহাজ আল মাহমুদ, জেলা জাতীয় পাটির সদস্য সচিব আলহাজ জাকির হোসেন খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক পাটির সদস্য আবু সাইদ, সরিষাবাড়ী উপজেলা যুবসংহতির যুগ্ন আহ্বায়ক সোহেল, দেওয়ানগঞ্জ উপজেলা যুবসংহতি সভাপতি হারিছ আলী, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ মাদারগঞ্জ উপজেলা (অবঃ সার্জন্ট) আঃ হালিম, বকশীগঞ্জের যুবসংহতির যুগ্ন আহ্বায়ক নূর ইসলাম, আমিনুল ইসলাম, মেলান্দহের যুবনেতা সাজু, জামাল পুর পৌর যুবসংহতির সদস্য সচিব লিটন, সভাপতি মোশারফ হোসেন। জামালপুর জেলা ছাত্রসমাজের সদস্য সচিব কাজী আকাশ, জেলা জাতীয় পাটির সদস্য কামাল হোসেন, ইঞ্জিঃ আব্দুল লতিফ, ইসলাম পুর জাতীয় পাটির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু প্রমূখ। সভা সঞ্চালনায় করেন জেলা যুবসংহতির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান।