টুরিস্ট পুলিশ ইউনিট, ঢাকার অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে। তিনি মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সিআইডি সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে সিআইডি প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন মোহাম্মদ আলী মিয়া। সিআইডির বর্তমান প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমানকে কোথায় বদলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।