বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় নেত্রকোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর নতুন হাসপাতাল রোডস্থ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের রাজনৈতিক চেম্বারে কেন্দ্রীয় কমৃসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহ্ফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু তাহের তালুকদার, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মুজিবুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ্ মুন্না, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা তাঁতীদলের সভাপতি আজিজুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সামছুল হুদা শামীম, সুজন চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সম্পাদক শ্যামল ভৌমিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।