২০০৫ সালের ১৭ই আগস্ট সারাদেশে বিএনপি-জামায়াতের নৃশংস সিরিজ বোমা হামলা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লামা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। বুধবার (১৭ই আগস্ট) বেলা ১০ টায় লামা উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে লামা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথোয়াচিং মার্মা’র সভাপতিত্বে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায়,বক্তব্য রাখেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগ, লামা পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ। মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ’রা তাদের বক্তব্যে বলেন, ‘ আগস্ট মাস বাঙালি জাতির জীবনে এক লজ্জাজনক অধ্যায়। বিভিন্ন কালো অধ্যায় রচিত হয়েছে এই আগস্টে। বাঙালী জাতিকে বিশ্ব দরবারে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন সময় হত্যাযজ্ঞ চালিয়েছে বিএনপি-জামায়াত সরকারের মদদপুষ্ট জঙ্গিরা।২০০৫ সালে ১৭ই আগস্ট বিএনপি জামায়াতের নেতৃত্বে যে সিরিজ বোমা হামলা চালানো হয়েছিলো তা খুবই মর্মান্তিক।বক্তারা বলেন, দেশ বিরোধী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান