রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ কেশবপুরে বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণের অভিযোগ ভালুকায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এক রাতে ৯ গরু চুরি ভুক্তভোগী খামারীদের আহাজারী কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন নেত্রকোণা পৌরসভার সড়কে খানাখন্দ দুর্ভোগে পথচারীরা ত্রিশালে শহীদ ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান লামায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীদের ধরলেন এএসপি ফয়েজ ইকবাল

আবু কোরাইশ (আপেল) কুমিল্লা উত্তর
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২

কুমিল্লার চান্দিনায় ক্রেতার বেশে আফিয়া,বিলকিছ,রাসেল ও সোহেল নামে চার মাদক কারবারীকে আটক করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) ফয়েজ ইকবাল। অভিযানে মাদক কারবারীদের কাছ থেকে নগদ টাকাসহ বিপুল পরিমান মাদক উদ্বার করা হয়। শুক্রবার রাত আনুমানিক আটটায় এই সব মাদক ব্যবসায়ীদের চান্দিনা বাসস্টান্ডের পাশে ধাঁনশিড়ি নামক এলাকা থেকে আটক করা হয়েছে। অভিযানকালে মাদক কারবারীদের কাছ থেকে ২১ কেজি গাঁজা, ১০০ শ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ২৯ হাজার টাকা উদ্বার করা হয়। মাদকসহ আটককৃতরা হলেন চান্দিনা ধাঁনশিড়ি এলাকার মাদক ব্যবসায়ী মহরম আলীর স্ত্রী আফিয়া বেগম(৩৫) কুমিল্লা সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী বিলকিছ বেগম(৩৮) চান্দিনা পৌর এলাকার বেলাশহুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল(৩৬) ও দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সোহেল মিয়া(২৮) জানা যায়, চান্দিনা বাসস্টেশন এলাকায় একটি চা দোকানে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করছেন মহরম আলী। এমন সংবাদ ছিল পুলিশের কাছেও সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল জানান, তিনি তার দুই সহযোগীকে ছদ্মবেশে মাদক কিনতে পাঠান। ঔই দোকান থেকে তারা গাঁজা ও ফেনসিডিল কিনেন। বিষয়টি নিশ্চিত হয়ে তিনি (এএসপি) সেখানে যান। এবং মাদক ক্রেতা ও বিক্রেতাদের মাদক কেনা-বেচা,গোপন ক্যামেরায় ভিডিও চিত্র ধারণ করেন। এরপর ধাওয়া করে মাদক ব্যবসায়ীদের আটক করতে সক্ষম হন। তল্লাশী চালিয়ে চা দোকান থেকে গাঁজা ফেনসিডিল উদ্বার করা হয়। তাদের দেয়া তথ্যে পাশের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয়ে চান্দিনা থানার নবাগত অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খান জানান, তিনি সেদিনই থানার দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, সার্কেল স্যারের নেতৃত্বে অভিযানের খবর পেয়ে আমরা অভিযানে অংশগ্রহন করি। আটকৃতদের বিরুদ্বে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে যোগ করেন ওসি শাহাবুদ্দিন খান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com