গতকাল রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ খবরে জানা যায়, ৭.৪৫ এভাকেয়ার হাসপাতালে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে তাকে আবার হাসপাতালে নেয়া হবে বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়। গতকাল রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়াকে গত (২২ আগস্ট) সোমবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল। সেদিন তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে আবার তাকে হাসপাতালে নেয়া হবে। এরও আগে গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপি-ের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজার রায় আসে।