শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

পটিয়ায় ওএমএসর চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন

আ ন ম সেলিম (পটিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

পটিয়ায় ওএমএস ও খাদ্য বান্ধব চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পটিয়ার কোলাগাঁওয়ে ইউনিয়ন পর্যায়ে হত দরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচী ও পটিয়া পৌর সদরে ওএমএস চাল বিক্রি কার্যক্রম চালু করা হয়। কোলাগাঁও ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মাথা পিছু ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রী কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কোলাগাঁও টেক এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। কোলাগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব হারুন অর রশিদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রমিত কুমার চাকমা, চট্টগ্রামের সহকারী উপ পরিচালক দোলন দেব, ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, থোয়াইমং মারমা, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার, সহ-সভাপতি হাজী ওসমান গনি, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, ইউপি সচিব বাবুল দে, ইউপি সদস্য মো.জাফর, দিদারুল আলম, ফারজানা হক, জাহেদ হোসেন, চন্দন চৌধুরী, ফাতেমা বেগম, মো.আকবর, শাহজাহান, হাছনারা বেগম, আ’লীগ নেতা অনাদী কুমার দাশ, মনছুর আলম, আবদুল কাদের, মো.জালাল, শেখ মনির, মো. আসাদুজ্জামান। একই দিন সকালে পটিয়া পৌরসভার বৈলতলী রোড এলাকায় ন্যায্য মূল্যে ওএমএস চাল বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রমিত কুমার চাকমা, খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেন, পটিয়া পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম চৌধুরী। পটিয়া পৌরসভার কাগজী পাড়া, মুন্সেফ বাজার, পোস্ট অফিস মোড়, বৈলতলী রোড, ক্লাব রোড, বিওসি রোড মোট ৬টি স্পটে ওএমএস চাল বিক্রী হয়। প্রতিদিন ৪টি স্পটে প্রতি জন ৫ কেজি করে প্রতি কেজি ৩০ টাকা দরে ৮ টন চাউল বিক্রী করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com